শ্রীপুরে বিএনপির বিক্ষোভ, নৈরাজ্য ঠেকাতে আ. লীগের মহড়া

Slider গ্রাম বাংলা


রমজান আলী রুবেল, শ্রীপুর, গাজীপুর প্রতিনিধিঃ সারাদেশে বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনে গাজীপুরের শ্রীপুরে মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অগ্নিসংযোগসহ বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। সকাল ৭টার দিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে উপজেলার, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে তারা।

অবরোধের সমর্থনে উপস্থিত, বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম। সহ অর্ধ-শতাধিক নেতাকর্মী, উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকাল ৭টার দিকে ওই কর্মসূচি পালন করেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় হাতে লাঠি নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা।

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির, নৈরাজ্য ঠেকাতে জৈনা বাজার, নয়নপুর, মাওনা সহ থানা আওয়ামী লীগের উদ্যোগে মোটরসাইকেল মহড়া দিয়েছে নেতাকর্মীরা।

এছাড়া সকাল ৮ টা থেকে ঢাকায় ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অবস্থান নিতে দেখা গেছে।

তবে বিএনপি নেতাকর্মীদের সকাল ৮ টার পরে আর মাঠে দেখা যায়নি।

অবরোধের বিরুদ্ধে শ্রীপুর থানা আওয়ামী লীগের, সভাপতি হুমায়ুন কবির হিমু ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এর নেতৃত্বে মোটরসাইকেল মহড়ায় আওয়ামী লীগ নেতা, সারফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ, আমজাদ, কমিশনার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, মনিরুজ্জামান,জামান, মাসুদ বাংগি, আবুল কাশেম সহ পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেয়।

এ ব্যাপারে শ্রীপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু বলেন, ‘বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে। অবরোধের নামে তাদের নৈরাজ্য ঠেকাতে আমরা মাঠে রয়েছি।

শেখ হাসিনার রাজপথ আমরা নিরাপদ রাখব।’

অবরোধের কারণে দুইদিন ধরে বাস টার্মিনাল থেকে দূর পাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। যাত্রীর চাপও দেখা যায়নি। নাশকতা এড়াতে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *