‘মানুষ খালেদা জিয়ার গণহত্যার বিচার চায়’

Slider জাতীয় রাজনীতি

imagesঢাকা: রাজনৈতিক কর্মসূচির নামে পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গণহত্যা চালিয়েছিলেন। এই গণহত্যার দায়ে বাংলাদেশের মানুষ তার বিচার চায়।   বুধবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এক সভায় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন।  ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলন’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ)।  শাজাহান খান বলেন, দেশের উন্নয়ন যাত্রাকে বাধাগ্রস্থ করার জন্য রাজনৈতিক কর্মসূচির নামে খালেদা জিয়া ৯৩দিন রাজপথে পেট্রোল বোমা দিয়ে যেভাবে নিরীহ মানুষ হত্যা করেছেন এটা গণহত্যার শামিল। আর এ জন্য বাংলার মানুষ খালেদা জিয়ার বিচার চায়। আশা করি বাংলার মাটিতে তার বিচার হবে। জনগণের প্রত্যাশা পূরণ হবে।  জনগণ সরকারের উন্নয়নের সুফল ভোগ করছে  দাবি করে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন হচ্ছে। আগামীতেও হবে।  অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আসার কথা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না।  অালোচনা সভা শেষে জজ ভুঞা গ্রুপ প্রেজেন্টস এলিট ফ্যান ‘এজাহিকাফ মিউজিক অ্যাওয়ার্ড-২০১৫’ বিজয়ীদের হাতে  পুরস্কার তুলে দেওয়া হয়।  এজাহিকাফের সভাপতি রিন্টু আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে জজ ভুঞা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফায়জুর রহমান ভুঞা (জুয়েল), অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারম্যান ‍সৈয়দ দিদার বখত প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *