নয়াপল্টনে যেভাবে রাত কাটালেন বিএনপির নেতাকর্মীরা

Slider বাংলার মুখোমুখি


জয়পুরহাটের পাঁচবিবি থানা মহিলা দলের সাধারণ সম্পাদিকা রাজিয়া সুলতানা। শনিবার বিকেলে বিএনপির মহাসমাবেশ উপলক্ষে শুক্রবার এসেছেন ঢাকায়। হোটেল কিংবা স্বজনদের বাসা বাড়িতে না উঠে সোজা চলে এসেছেন নয়াপল্টনে। রাতে নয়াপল্টন ফুটপাতেই ছিলেন তিনি। দলকে ভালোবেসে আরাম-আয়েশ ত্যাগ করে আন্দোলনের শরিক হতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তিনি।

রাজিয়ার মতো করে বাগেরহাটের খানজাহান আলী থেকে এসেছেন থানা সভানেত্রী মেহেরুন। তিনিও রাতে নয়াপল্টনেই ছিলেন।

শুধু নারী নেত্রীরাই নন। দূর দূরান্ত থেকে এসেছেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও। অনেকেই হাতের ব্যাগকে মাথার বালিশ বানিয়ে নয়াপল্টনসহ রাজধানীর বেশ কয়েকটি এলাকার ফুটপাতে রাত পার করেছেন।

কুমিল্লার লাকসাম থেকে আসা যুবদল নেতা ইমরান হোসেন জানান, ঢাকায় ঘনিষ্ঠ স্বজনদের বাসা না থাকায় এখানেই রাত কাটাবেন। হোটেলে উঠলে পুলিশি তল্লাশি ও গ্রেফতারের আতঙ্ক থাকে। তাই গ্রেফতার এড়াতে নয়াপল্টনে খোলা আকাশকেই বেছে নিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *