টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি: টঙ্গীর কলেজ গেট এলাকায় অবিস্থত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রিয় সভাপতি সালাউদ্দিন সরকারের বাসা থেকে ৬৫ জন বিএনপি নেতাকে আটকের অভিযোগ করেছে বিএনপি। সালাউদ্দিন সরকার ২০১৮ সালে গাজীপুর-২ আসনে ধানের শীষ প্রতীকে এমপি প্রার্থী ছিলেন।
বৃহসপতিবার(২৬ অক্টোবর) বিকাল ৫টায় তাদের আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৩টার দিকে টঙ্গী কলেজ গেটের বিপরীতে অবস্থিত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রিয় সভাপতি সালাউদ্দিন সরকারের বাসা ঘেরাও করে পুলিশ। ৫টার দিকে পুলিশ বিএনপি নেতাদের আটক করে কয়েকটি গাড়িতে করে টঙ্গী পূর্ব থানায় নিয়ে যায়।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রিয় সভাপতি সালাউদ্দিন সরকার জানান, ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ উপলক্ষে আমার বাসায় প্রস্তুতি সভা চলছিল। পুলিশ এসে কমপক্ষে ৬০/৬৫জন বিএনপি অংগ ও সহযোগি সংগঠনের নেতাকে আটক করে নিয়ে যায়। আটককৃতদের মধ্যে গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরাফত আলী, সাবেক কাউন্সিলর আলেক মিয়া সহ টঙ্গী বিএনপির কমপক্ষে ৩০জন বড় নেতা রয়েছেন।
টঙ্গী পূর্ব থানা সূত্রে জানা যায়, আটককৃতদের থানা হেফাজতে রাখা হয়েছে। গণমাধ্যম কর্মীদের থানায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তবে থানায় ৪৭জন আটক আছে বলে গোপন সূত্রে জানা গেছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে আপনাদেরকে বিস্তারিত পরে জানানো হবে।