২৮ অক্টোবর রাজধানীর প্রবেশপথ খোলা থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Slider ফুলজান বিবির বাংলা


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২৮ অগাস্ট বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে প্রবেশের সবগুলো পথই খোলা থাকবে। কোন পথই বন্ধ করবে না সরকার। এসব নিয়েই রবিবার (২৪ অক্টোবর) যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কথা হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) মহান বিজয় দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এখানে যে কেউ শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে। এর বাইরে যদি কেউ অশান্তি করে, জনজীবনে বিঘ্ন ঘটার আশঙ্কা থাকে, তবে আইনশৃঙ্খলা বাহিনী আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নিজেরাই জানাচ্ছেন, সারা দেশ থেকে তাদের কর্মী-সমর্থকদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে। ততে কয়েক লাখ লোকের সমাগম হবে বলে জানিয়েছে বিএনপি। এমনিতেই রাজধানীতে কয়েক কোটি মানুষ বসবাস করছে। তাছাড়া ঢাকা একটি যানজট প্রবণ শহর।’

আনসার বাহিনী নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আনসার বাহিনীকে গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়নি। এটা অপপ্রচার। আইনশৃঙ্খলা বাহিনীকে প্রচলিত আইনের বাইরে কিছু করার ক্ষমতা দেওয়া হয়নি। ফৌজদারি আইনের বাইরে কারও কিছু করার ক্ষমতা নাই। পুলিশের ক্ষমতা আনসার নিয়ে নিচ্ছে– এমন অপপ্রচার চালাচ্ছে কেউ কেউ। এটা কোনও ভাবেই সত্যি নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *