২৯ অক্টোবর নেতাকর্মীদের স্ব স্ব এলাকায় থাকার নির্দেশনা বিএনপির

Slider রাজনীতি


ঢাকায় মহাসমাবেশের পর দিন নেতাকর্মীদের নিজেদের এলাকায় থাকার নির্দেশনা দিয়েছে বিএনপি। মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৮ অক্টোবর শনিবার রাজধানী ঢাকায় বিএনপির উদ্যোগে আয়োজিত মহাসমাবেশ সফল করার জন্য ঢাকাসহ দেশব্যাপী সকল পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করবেন।

উক্ত মহাসমাবেশ থেকে ঘোষিত পরবর্তী কর্মসূচিগুলো সফল করার জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীরা ২৮ অক্টোবরের পর নিজ নিজ এলাকায় অবস্থান করবেন।

বিজ্ঞপ্তিতে ঢাকার মহাসমাবেশে দেশব্যাপী সর্বস্তরের মানুষসহ দলের নেতাকর্মী, শুভানুধ্যায়ীদের যোগদান করে এক দফা দাবি আদায়ে দলের পক্ষ থেকে সোচ্চার আওয়াজ তোলার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *