অবশেষে স্বস্তি। তৃতীয় উইকেটের পতন দক্ষিণ আফ্রিকার। অধিনায়কের মতোই পথ দেখালেন সাকিব আল হাসান। ভেঙেছেন বিপদজনক হয়ে উঠা তৃতীয় উইকেট জুটি। ফিরিয়েছেন এইডেন মার্করামকে।
৩৬ রানে ২ উইকেট হারানোর পর কুইন্টন ডি কক ও মার্করামের ব্যাটে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। শতাধিক রানের জুটি গড়ে উঠে দু’জনের মাঝে। ১৩১ রান যোগ হয় ১৩৯ বলে। মার্করামকে ফিরিয়ে এই যুগলবন্দী ভাঙলেন সাকিব।
৩১তম ওভারে বোলিংয়ে এসে মার্করামকে ফেরান লিটনের ক্যাচ বানিয়ে। আউট হবার আগে ৬৯ বলে ৬০ রান করে এই প্রোটিয়া ব্যাটার। ১৬৭ রানে এসে পতন হয় তৃতীয় উইকেটের।
মার্করাম ফিরলেও শতক তুলে নেন ডি কক। ভারত বিশ্বকাপে যা তার তৃতীয় শতক। মাত্র ১০১ বলে স্পর্শ করেন এই মাইলফলক। ডি ককের শতকে ভর করে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩৫ ওভার শেষে ৩ উইকেটে ১৯৬। ডি কক ১০১ ও হেনরিখ ক্লাসেন অপরাজিত আছেন ১২ বলে ১৯ রানে।
এর আগে ওয়াংখেড়েতে টসে জিতে ব্যাট করতে নেমে ৮ ওভারে ৩৬ রানেই ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। শরিফুল রেজা হেন্ড্রিকসকে ১২ ও মিরাজ ফেরান ভেন ডুসেনকে ১ রানে।