বিশ্বকাপে চার ম্যাচের দুটি হেরে যাওয়ায় বিপদে আছে পাকিস্তান। চেন্নাইয়ে এখন ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা।
মোহাম্মদ নওয়াজ জ্বরে আক্রান্ত হওয়ায় পাকিস্তানের একাদশে পরিবর্তনও এসেছে। শাদাব খান ফিরেছেন দলে। আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদীও জানিয়েছেন, টস জিতলে ব্যাটিং নিতেন। কিন্তু বল হাতে নিয়ে তাদের এখন আড়াইশ রানে আটকে দেওয়ার লক্ষ্য। চেন্নাইয়েরর পিচ স্পিন বান্ধব হওয়ায় আফগান দলে ফারুকির জায়গায় এসেছেন আরেক স্পিনার নূর আহমেদ।
পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, উসামা মিরর, হাসান আলী, শাহীন আফ্রিদি ও হারিস রউফ।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদী (অধিনায়ক), আজমতউল্লাহ উমরজাই, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক ও নূর আহমেদ।