বঙ্গোপসাগরে নিম্নচাপ, বন্দরে সতর্ক সংকেত

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি


বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। তাই পায়রা সমুদ্র বন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

আজ রোববার আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে।

এটি রোববার সকাল ৬টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৯২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। যা আরো ঘনীভূত হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

তবে পায়রা সমুদ্র বন্দর এলাকায় এর প্রভাবে বৃষ্টি না হলেও ভ্যাপসা গরম পড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *