বিপদে বাংলাদেশ, নেই ৪ উইকেট

Slider খেলা


ইনিংস বড় করতে পারলেন না লিটন দাসও। ফিফটিতেই থাকতে হলো সন্তুষ্ট। উইকেট বৃষ্টিতে ঝরলেন তিনিও। বিনা উইকেটে ৯৪ থেকে ১৩৭ রানেই নেই ৪ উইকেট। যেখানে লিটনে বিদায় বড় স্বস্তি হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য।

অপরপ্রান্তে উইকেট পড়লেও লিটনকে নিয়ে ভয়ে ছিল ভারত। কারণটা অজানা নয়। এই ব্যাটার কী করতে পারেন, তা ভালো করেই জানা রোহিত শর্মাদের। জ্বলেও উঠেছিলেন লিটন, তবে ইনিংসটা অসাধারণ করে তোলার আগেই তাকে থামিয়েছেন রাবিন্দ্র জাদেযা।

২৭.৪ ওভারে ১৩৭ রানের মাথায় ফেরেন লিটন। আউট হন ৮২ বলে ৬৬ রানে। জাদেযার বলে শুভমান গিলকে ক্যাচ দিয়েছেন তিনি।

লিটনের আগে মেইডেন ফিফটি তুলে ফেরেন আরেক ওপেনার তানজিদ তামিম। ৪৩ বলে ৫১ রানের ইনিংস খেলেন এই তরুণ। তবে নাজমুল শান্ত ১৭ বলে ৮, মেহেদী মিরাজ ১১ বলে ৩ করে আউট হয়ে ফিরলে বিপদে পড়ে বাংলাদেশ। যেখানে দলকে রেখে লিটনও ফেরলেন সাজঘরে।

এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৪৩ রান। মুশফিক ৮ বলে ৪ ও তাওহীদ হৃদয় মাঠে আছেন ১৭ বলে ৭ রানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *