আগামী দিনের কর্মসূচি ঘিরে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগকে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে দলের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং জাহাঙ্গীর কবির নানক। দুই নেতাকে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। তিনি বলেন, ‘মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ঢাকা দক্ষিণে এবং জাহাঙ্গীর কবির নানক ঢাকা উত্তরের সমন্বয়কের দায়িত্বে পালন করবেন।’
মির্জা আজম বলেন, ‘সামনে বিরোধী দলের আন্দোলন সংগ্রাম আছে। সেখানে আমাদের করণীয় সম্পর্কে সমন্বয় করার জন্য তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের দুজনেরই অতীতে রাজনৈতিক অভিজ্ঞতা আছে, সে কারণেই তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।’
জানা গেছে, গত মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত থাকা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে বিএনপির কর্মসূচি মোকাবিলায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগকে আরও বেশি গতিশীল করার জন্য মায়া-নানককে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও উত্তরের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচিকে জানানো হয়েছে।
২০১৯ সালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন হয়। সে সময় দক্ষিণের সভাপতি হন আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। আর উত্তরের সভাপতি হন শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি। সে সময় পূর্ণাঙ্গ কমিটি ও থানা কমিটি করার জন্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক দক্ষিণের ও মুহাম্মদ ফারুক খানকে উত্তরের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়। প্রায় এক বছর পরে ২০২০ সালের নভেম্বর মাসে দুই মহানগরের পূর্ণাঙ্গ কমিটি করা হয়। তবে এখনও থানা ও ওয়ার্ড কমিটি গঠন হয়নি।