পদত্যাগ করবেন, নাকি জনগণ দ্বারা বিতাড়িত হবেন—পূজার ছুটিতে আওয়ামী লীগ নেতাদের এই সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘পরিষ্কার করে বলতে চাই। সামনে কয়েকটা দিন সময় আছে। এই পূজার ছুটিতে আপনারা সিদ্ধান্ত নিন, আপনারা কী করবেন। পদত্যাগ করে সসম্মানে সেফ এক্সিট নেবেন, নাকি জনগণ দ্বারা বিতাড়িত হবেন? আমরা আবার তাদের আহ্বান জানাই, জনগণের ভাষা বুঝতে পেরে পদত্যাগ করে শান্তিপূর্ণভাবে একটা নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করে নির্বাচন দিন।’
বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) বিএনপি আয়োজিত সরকার পতনের এক দফা দাবির জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) পরিকল্পনা হচ্ছে আমরা যারা নির্বাচন করতে পারি, এই ধরনের সব ব্যক্তিকে সাজা দিয়ে যদি নির্বাচনের অযোগ্য ঘোষণা করতে পারে তাহলে তাদের মাঠ পরিষ্কার। সেই আগের মতোই তারা নির্বাচন করে নিয়ে যাবে। কতটা ভীত হলে তারা আজ এই ধরনের ব্যবস্থা নিচ্ছে!’
বিএনপি মহাসচিব বলেন, ‘দেশে তো এখন প্রেসিডেন্ট নাই। নাই মানে? সংবিধানে নিয়ম আছে, রাষ্ট্রপতি যদি বাইরে যান, তাহলে কাউকে দায়িত্ব দিতে হবে। এখনও কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। মানে এখন এই রাষ্ট্রের কোনও রাষ্ট্রপতি নেই। অর্থাৎ ওইখানেও তারা (আওয়ামী লীগ) সম্পূর্ণভাবে বেআইনি কাজ করছে, অসাংবিধানিক কাজ করছে।’
তিনি বলেন, ‘তারা সংবিধানকে পুরোপুরি লঙ্ঘন করছে। এরা মুখে সংবিধানের কথা বলে, কিন্তু সংবিধানের মূল বিষয়গুলো সংশোধন করে তারা ধ্বংস করে দিয়েছে। তারা সংবিধানের এক-তৃতীয়াংশ একজন ব্যক্তি ও একটি পরিবারের জন্য সম্পূর্ণভাবে উৎসর্গ করে দিয়েছে।’
সরকার অপকৌশলের আশ্রয় নিচ্ছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘ফেসবুকে আজকের কর্মসূচি বাতিল করা হয়েছে এমন মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছিল। পরে প্রথম আলো জানিয়েছে এটা ফেইক নিউজ। এই সরকার জনগণের ভাষা বুঝে গেছে। তাই ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন অকৌশল নিচ্ছে। তার একটি বড় অংশ সামাজিক মাধ্যমে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে। কিন্তু আজ লাখো মানুষের জনসমাবেশ প্রমাণ করেছে জনগণ তাদের প্রপাগান্ডায় বিশ্বাস করে না।’
নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘এখান থেকে ঘরে ফিরে বসে থাকবেন না। ফিরে গিয়ে প্রত্যেকটি ঘরে ঘরে এই বার্তা পৌঁছাবেন—বাংলাদেশ জেগে উঠেছে, আপনারা জেগে উঠেছেন? এই জাগরণের মধ্য দিয়ে দেশের মানুষ এই সরকারের পতন ঘটাবে।’
আগামীর কর্মসূচি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘আজ আংশিক কর্মসূচি ঘোষণা করছি। ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবো। ওই মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে। ২৮ তারিখের মহাসমাবেশের পর আমরা আর থামবো না। টানা কর্মসূচি চলবে। অনেক বাধা-বিপত্তি আসবে। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে অশান্তির এ সরকারের পতন ঘটাবো আমরা।’
জনসমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতা এবং দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।