আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। প্রতিপক্ষ তুলনামূলক সহজ হলেও কোনো সুযোগ দিতে রাজি নয় বিশ্ব চ্যাম্পিয়নরা। পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নেমেছে তারা।
রোববার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় ম্যাচটি শুরু হবে।
এবারের বিশ্বকাপে দুই দলের শুরুটা হয়েছে একই, বড় হার দিয়ে আসর উদ্বোধন হয় তাদের। ইংলিশরা হেরে যায় নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে, আফগান বধ করে বাংলাদেশ। ৬ উইকেটে হারায় রশিদ খানদের।
তবে দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে ইংলিশরা ঘুরে দাঁড়ালেও ঘুরে দাঁড়াতে পারেনি আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে তারা হেরে যায় ভারতের কাছে। আফগানরা আজ তাই নামবে দুই পয়েন্ট সংগ্রহে। ইংল্যান্ড প্রস্তুত হয়ে আছে আরো একটা জয়ের লক্ষ্যে।
এখন পর্যন্ত দুই দলের মোটে দু’বার দেখা হয়েছে ওয়ানডে ক্রিকেটে। যেখানে স্বাভাবিকভাবেই নামে ভারে শক্তিতে এগিয়ে থাকা ইংলিশরা একচ্ছত্র দাপট দেখিয়েছে। দুই ম্যাচের উভয়টিতেই জয়ী তারা।
ইংল্যান্ড দলে কোনো পরিবর্তন না থাকলেও আফগানিস্তানে আছে এক পরিবর্তন। নাজিবুল্লাহ জাদরান বাদ পড়েছেন, এসেছেন ইকরাম আলি।
ইংল্যান্ড একাদশ : জশ বাটলার, জনি বেয়ারেস্টো, রিস টপলি, আদিল রাশিদ, জো রুট, ডেভিড মালান, ক্রিস ওকস, লিয়াম লিভিংস্টোন, মার্ক উড, স্যাম কারান, হ্যারি ব্রুক।
আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি, মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান,নাভিন উল হক, রাশিদ খান, আজমতুল্লাহ ওমরজাই,ফজলহক ফারুকী ও মুজিব-উর রহমান।