অপেক্ষা ফুরিয়েছে। মাঠে গড়িয়েছে ভারত-পাকিস্তান মহাযুদ্ধ। বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। বিখ্যাত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
হয়ে গেছে টস। টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
উভয় দল আছে আসরে তৃতীয় জয়ের খুঁজে। প্রথম দুই ম্যাচে দাপুটে জয় পেয়েছে তারা। পাকিস্তান তো শেষ ম্যাচে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করেই জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে। বিপরীতে ভারত খেলছে নিজেদের ঘরের মাঠে। ফলে লড়াই হবে সেয়ানে সেয়ানে।
এমন গুরুত্বপূর্ণ লড়াইয়ে একাদশে পরিবর্তন আনেনি পাকিস্তান। তবে এক পরিবর্তন আছে ভারতীয় শিবিরে। একাদশে ফিরেছেন শুভমান গিল। বাদ পড়েছেন ইশান কিশান।
ভারত একাদশ : রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, হার্দিল পান্ডিয়া, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, রবিন্দ্র জাদেযা, শার্দুল ঠাকুর, কুলদিপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।
পাকিস্তান একাদশ : মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, ইমাম উল হক, আব্দুল্লাহ শফিক, ইফতেখার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, সৌদ শাকিল, হাসান আলি, হারিস রউফ, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ।