মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছিলেন, হামাস সদস্যরা ইসরাইলি শিশুদের শিরোচ্ছেদ করেছে- এমন ছবি দেখেছেন। তার এমন দাবি কয়েক ঘণ্টা পরই পাল্টে দিয়ে হোয়াইট হাউস জানায়, বাইডেন এমন কোনো ছবি দেখেননি।
গতকাল বুধবার হোয়াইট হাউসে ইহুদি সম্প্রদায়ের নেতাদের সাথে একটি বৈঠক করেন জো বাইডেন। এসময় বলেন, হামাসের বর্বর হামলায় তিনি হতবাক।
বাইডেন বলেন, ‘এ হামলাটি ছিল ইহুদি জনগণের বিরুদ্ধে প্রকৃত নিষ্ঠুরতার প্রচারণা, শুধুমাত্র ঘৃণা নয়, প্রকৃত নিষ্ঠুরতার প্রচারণা।’
তিনি দাবি করেন, সত্যিই কখনো ভাবিনি যে আমি হামাসের হাতে শিশুদের শিরোচ্ছেদ করার ছবি দেখব এবং নিশ্চিত করব।
তবে তার এই দাবির আগে ইসরাইলি সেনাবাহিনীর ইউনিট ৭১ এর ডেপুটি কমান্ডার ও আইডিএফ সেনা ডেভিড বেন জিয়ন এই কথা বলেছিলেন।
কিন্তু বাইডেনের দাবির কয়েক ঘণ্টা পরই হোয়াইট হাউস তা অস্বীকার করে জানায় যে তিনি এই ছবিগুলি দেখেননি।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা সিএনএনকে বলেছেন, প্রেসিডেন্ট বা তার প্রশাসনের কেউই এই জাতীয় কোনো ছবি দেখেননি। তবে বাইডেন প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ মন্তব্য করেছিলেন।
সূত্র : ডেইলি মেইল