মলোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের সাইদ গ্র্যান্ড সেন্টার নামক একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটেছে । মঙ্গলবার (১০ অক্টোবর) রাত ১টা ১৮ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটে । ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে রাত ৪টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং সকাল ৬টা ৪৫ মিনিটে আগুন নির্বাপন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা । এসময় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করেন পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিসের ভলান্টিয়ার এবং স্কাউট সদস্যরা ।
উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোরশেদ আলম ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের জানান, সাইদ গ্র্যান্ড সেন্টারটি ১৬ তলা বিশিষ্ট । সাত তলা থেকে আগুনের সূত্রপাত । এটি পুরোদমে একটি বাণিজ্যিক ভবন । প্রতিটি ফ্লোরেই বিভিন্ন অফিস এবং বিভিন্ন পণ্যের দোকান ছিল । সাত তলা থেকে আগুনের সূত্রপাত হওয়ার পর আগুন ছড়িয়ে আট এবং ৯ তলায় চলে যায় । প্রতিটি তলায় তল্লাশি চালানো হয়েছে, হতাহতের কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানান তিনি । ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন জানতে চাইলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, তাঁদের কাছে এখনো এসব তথ্য এসে পৌঁছায়নি।