ঈদে ৫ দিন ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ বাংলার মুখোমুখি রাজনীতি সারাদেশ

53406_truck

গ্রাম বাংলা ডেস্ক: ঈদে মহাসড়কের চাপ সামলাতে পাঁচ দিন পণ্যবাহী ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। একই সাথে রেলকর্মীরা ছুটি কাটাতে পারবেন না। শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়। যোগাযোগ, রেল ও নৌপথ মন্ত্রণালয়ের মন্ত্রীসহ পরিবহন মালিকরা এ বৈঠকে অংশ নেন।

যোগাযাগমন্ত্রী ওবায়দুল কাদের সভায় আশ্বাস দেন, আগামী ১০ দিনের মধ্যে রাজধানীর সব রাস্তা মেরামত করে চলাচল উপযোগী করা হবে।
ঈদের আগে তিন দিন ও পরে দুই দিন তৈরি পোশাক, জ্বালানি ও পচনশীল দ্রব্য ছাড়া অন্যে কোনো পণ্যবাহী ভারী যানবাহন মহাসড়কে চলাচল করতে পারবে না।
সভায় জানোনো হয়, যোগাযোগ স্বাভাবিক রাখতে রেল কর্মচারী ও কর্মকর্তাদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি যোগাযোগ মন্ত্রণালয় ও সংশিষ্ট বিভাগের গুরুত্বপূর্ণ পদের কর্মকর্তারাও ঈদে ছুটি কাটাতে পারবেন না।
সভায় রাজধানীর বিভিন্ন বেহাল সড়কের ভিডিও দেখিয়ে ঢাকা মহানগর পুলিশের প থেকে বলা হয়, নগরীতে প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে চলাচল মসৃণ করতে না পারলে ভোগান্তি আরো বৃদ্ধি পাবে।
ভিডিওচিত্র দেখে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অনেক রাস্তার অবস্থা বেহাল, সত্যকে চাপা দেয়া যাবে না, সত্যকে চাপা দিলে মানুষ কষ্ট পাবে। রাজধানীর রাস্তাগুলো  ভোগান্তির আখড়া হয়ে গেছে।
নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত এলাকা, রাজধানীর রাস্তা ও ফুটপাত হকার ও অবৈধ দখলমুক্ত রাখতে হবে। ডিএমপি কমিশনার বেনজির আহমেদ বলেন, ঈদের ১০ দিন আগ থেকে গুলিস্তান-সদরঘাট সড়ক হকারমুক্ত থাকবে।
ঢাকা সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা বৈঠকে জানান, আগামী ১০ দিনের মধ্যেই ঢাকার প্রবেশ ও বের হওয়ার পথসহ অন্যান্য রাস্তা ঠিক করা হবে। ওয়াসার প্রধান প্রকৌশলী বজলুর রহমান জানান, ঈদের সময় যাতে যাত্রী ভোগান্তি না হয়- সেজন্য ওয়াসার সব ধরনের খোড়াখুড়ি ইতোমধ্যে বন্ধ করা হয়েছে।
পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, কিছু কিছু রাস্তা ঠিক করা হয়েছে, বাকিগুলোও হবে। বেশিরভাগ সময় এই মেরামত করা হয় কেবল ইট আর বালু দিয়ে। বৃষ্টি হলে তা আবার নষ্ট হয়ে যায়। রাস্তা তাৎক্ষণিক মেরামতের জন্য ব্যাকআপ মেটেরিয়াল থাকতে হবে।
হাইওয়ে পুলিশের প থেকে জানানো হয়, রাজধানীর চারটি প্রবেশ মুখের সমন্বয় করা হবে। মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশগুলোতে রাখা হবে বিশেষ ব্যবস্থা। মোটরসাইকেল পুলিশের ‘মোবাইল ফোর্স’ কাজ করবে।
সভায় জানানো হয়, নসিমন-করিমন যাতে মহাসড়কে চলাচল করতে না পারে সেজন্য হাইওয়ে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। সাভার বাজার-বাইপাইল বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে রাস্তার ওপরে থাকা দোকান-পাট উচ্ছেদ করা হয়েছে।
ঈদের সময় রাস্তা মেরামতে প্রকৌশলীদের পাওয়া যায় না- এমন অভিযোগের প্রেেিত যোগাযোগ মন্ত্রী বলেন, মন্ত্রণালয় ও সংশ্লিস্ট বিভাগের গুরুত্বপূর্ণ পদের কর্মকর্তাদের ঈদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। ঈদের সময়ও তাদের রাস্তায় থাকতে হবে।
রেলওয়ের মহাপরিচালক তাফাজ্জল হোসেন বলেন, ঈদে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, দুর্ঘটনা প্রতিরোধে মালবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে এবং রেলের সবার ছুটি বাতিল করা হয়েছে।
অন্যদের মধ্যে রেলমন্ত্রী মুজিবুল হক, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, সড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিকসহ ঢাকার আশপাশের জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *