গাজীপুর: গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকার যাত্রীবাহী লেগুনা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে লেগুনা ড্রাইভারসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৯ লেগুনা যাত্রী।সবশেষ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরেক নারী।
শুক্রবার (২৪ জুলাই) সকাল সোয়া ৮টায় এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়
আরেকজন।
নিহতরা হলেন, লেগুনার ড্রাইভার সাঈদুর রহমান (২০), বাবা-হযরত আলী, বাড়ি শেরপুরের ঝিনাইগাতি থানার কানদুলি গ্রাম। তিনি গাজীপুরে বসবাস করে লেগুনা চালাতেন। মনি আক্তার (২৫)। বাড়ি গাজীপুর সদরের নাওজোড় এলাকায়। সোহেল রানা(৩০) । পিতার নাম মোঃ বাসার, বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানার ছোট শিরা গ্রামে। চিকিৎসাধীন অবস্থায় নিহত নারী সেলিনা আক্তার(২৫)। বাড়ি সিলেট বলে জানিয়েছে পুলিশ। অজ্ঞাত আরেক পুরুষ(৩০) এর পরিচয় এখনো পাওয়া
যায়নি।
হাইওয়ে পুলিশের সার্জেন্ট হায়দার আলী শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তাদের পরিচয় নিশ্চিত করেছেন।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাহার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকাগামী পণ্যবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে লেগুনাটি দুমড়েমুচড়ে যায়। এতে লেগুনার চালক, হেলপারসহ তিনজন ঘটনাস্থলেই মারা যায়।
আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।