গাজীপুর: কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে। সোমবার বিকেলে গাজীপুর বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে রাজবাড়ি ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
বুধবার বিকেলে গাজীপুর বিএনপি অফিসে এই কর্মসূচি পালিত হয়।
সভায় বক্তব্য রাখেন, সাবেক সাংসদ হাসান উদ্দিন সরকার, সাবেক সাংসদ ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, বিএনপির কেন্দ্রিয় সহ-স্বাস্থ বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বাচ্চু, নির্বাহী সদস্য মেয়র মুজিবুর রহমান, কাজী ছাইয়েদুল আলম বাবুল, ডা: মাজহারুল আলম, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, সাবেক উপজেলা চেয়ারম্যান আফজাল হোসেন কায়সার, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি মীর হালিমুজ্জামান ননী, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি আহাম্মদ আলী রুশদী, জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠনের নেতা প্রফেসর নজরুল ইসলাম, গাজীপুর সদর মেট্রোথানা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মেহেদী হাসান এলিচ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি জিএস সুরুজ আহম্মেদ, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল সালাম, গাজীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি জয়নাল আবেদীন তালুকদার, গাজীপুর জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি হাছিবুর রহমান মুন্না, গাজীপুর জেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান, জেটেবের গাজীপুর জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মো: সুলতান হোসেন শিশির প্রমূখ।