নিজস্ব সংবাদদাতা, গাজীপুর গাজীপুরের বকেয়া বেতন পরিশোধের চুক্তি বাস্তবায়নের দাবীতে স্টাইলক্রাফ্ট পোষাক কারখানা শ্রমিকেরা বিক্ষোভ করছে।
আজ রবিবার (৮ অক্টোবর) সকাল ৮ টা থেকে শতাধিক শ্রমিক গাজীপুরের ধান গবেষনা সংলগ্ন স্টাইলক্রাফ্ট কারখানার সামনে সড়কে বিক্ষোভ করে।
দুপুর ১২ টার দিকে শ্রমিক নেতা সফিউল বলেন, শ্রমিকদের জুলাই ও আগস্ট মাসের বেতন বাকী। তাছাড়া বোনাস, মাতৃত্বকালীন ভাতা বকেয়া রয়েছে। সেপ্টেম্বরে কারখানা বন্ধ রেখেছে।
তিনি বলেন, গত ২৮ আগস্ট মালিক শ্রমিক একটি সমঝোতা চুক্তি হয়। চুক্তিতে লেখা আছে বকেয়া পরিশোধ করবে। আজও চুক্তি বাস্তবায়ন হয়নি। চুক্তি বাস্তবায়নের দাবীতে শ্রমিকেরা আজ সকাল থেকে বিক্ষোভ করছে।
দুপুরে সাড়ে ১২ টার দিকে দেখা যায়, শ্রমিক রাজা ও তার স্ত্রী পোষাক কারখানা গেইটে বেতন দেওয়ার জন্য একজনের সাথে কথা বলছে।
শ্রমিক রাজা জানান, ৩ মাস ধরে বেতন পাইনা। খুব কষ্টে আছি। আন্দোলন করছি। বেতন চাইতেছি। ওরা দিবে বলেও দিচ্ছেনা।
শ্রমিক শিল্পী বলেন, প্রচন্ড রোদে সকাল থেকে এখানে সড়কে বসে আছি। দেখি চেষ্টা করে। বেতন দিবে চুক্তি করছে এখন বেতন দেয়না।
এদিকে শান্তি পূর্ণ আন্দোলন চলাকালে কিছু পুলিশ সদস্যকে শ্রমিকদের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
স্টাইল ক্রাফ্ট পোষাক কারখানার এডমিন ম্যানেজার সুজা উদ্দীনকে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।