গাজীপুরে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় ২জন নিহত

Slider গ্রাম বাংলা

ahsan

 

 

 

 

 

 

গাজীপুর : জেলা সদর ও টঙ্গীতে পৃথক  দুটি সড়ক দূর্ঘটনায় এক কলেজ ছাত্র ও সাবেক ইউপি সদস্য সহ ২জন নিহত হয়েছেন।

বুধবার(২২ জুলাই) সকাল ১০টার দিকে জেলার  টঙ্গী কলেজ গেইট এলাকায় বাসচাপায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

নিহতের নাম মো. জাকির হোসেন (১৭)। তিনি নটরডেম কলেজের প্রথম বর্ষের ছাত্র। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার তেজখালী এলাকার আবুল
হোসেনের ছেলে।

টঙ্গী থানার উপ-পরিদর্শক(এসআই) মো. নাজমুল হক জানান, সকাল সাড়ে ৬ টার দিকে টঙ্গী কলেজ গেইট এলাকায় রাস্তা পারাপারের সময় গাজীপুরগামী বসুমতি
পরিবহনের একটি বাস জাকিরকে চাপা দেয়। আশপাশের লোকজন আহতাবস্থায় তাকে উদ্ধার করে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে সেখান থেকে
ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেয়ার পর সকাল ১০টার দিকে সে মারা যায়।  চালক ও ঘাতক বাসকে আটক করা হয়েছে।

এদিকে মঙ্গলবার  রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাক্তন এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

নিহতের নাম আহসান উল্যাহ সরকার (৫৫)। তার বাড়ি স্থানীয় ভবানীপুর  গ্রামে। তিনি মির্জাপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন সদস্য ।

জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির (এসআই) সৈয়দ আজাহারুল ইসলাম জানান, আহসান উল্যাহ নিজে প্রাইভেট কার চালিয়ে ভাবানীপুর বাজার থেকে বাড়িতে
যাচ্ছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ক্রসিং করার সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তার প্রাইভেটকারকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী বাঘের বাজারস্থ কাজী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ বিকালে স্থানীয় কলেজ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তিনি আরো জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *