বৈশ্বিক চেতনার মধ্য বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব। শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র শাখা জেএসডি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, গতানুগতিক রাজনীতির দিন শেষ। গ্লোবাল চিন্তা চেতনার মধ্য দিয়ে নতুন প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা দেশ স্বাধীন করে দিয়েছি, বাকি কাজ নতুন প্রজন্ম সম্পন্ন করবে। এখন সময় হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধকে জাগ্রত রাখতে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সজাগ করা এবং সুসংগঠিত করার। তথ্য-প্রযুক্তির ব্যবহারেই এ দায়িত্বটি পালন করতে পারেন শিক্ষিত রাজনীতিকরা। এ জন্যে মারামারি ফাটাফাটির প্রয়োজন নেই। অনুষ্ঠানে আ স ম রব আরও বলেন, এই বাংলাদেশ আমরা চাইনি। চেয়েছি শোষণহীন গণতান্ত্রিক মানবিক মূল্যবোধের বাংলাদেশ। এখন দেশে যে অবস্থা বিরাজ করছে তা থেকে বের হয়ে আসার জন্য প্রবাসীদেরও বিরাট ভূমিকা রয়েছে। জ্যাকসন হাইটসের এক রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম এ সালাম ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আবুল বাশার, জেএসডি নেতা এম মোহসিন, সিরাজুল হক কামাল, আনোয়ার হোসেন, মোহাম্মদ জাকারিয়া, জাফর চৌধুরী, আসম আবদুর রবের তিনপুত্র সহ যুক্তরাষ্ট্র জেএসডির সভাপতি আনোয়ার হোসেন লিটন, সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ শামীম, সাংগঠনিক সম্পাদক মীর মো. তসলিম উদ্দিন খান প্রমুখ।