গাজীপুর: শ্রীপুর উপজেলার কাওরাইদ গ্রামে একটি বাল্যবিবাহ পন্ড হয়ে গেছে। এঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৫ সাংবাদিকের উপর হামলা চালানোর অভিযোগে পুলিশ বিয়ের ঘটক খোকন মিয়া(৩৮)কে আটক করেছে।
মঙ্গলবার(২১ জুলাই) দুুপরে ওই ঘটনা ঘটে।
শ্রীপুর থানার উপপরিদর্শক(এসআই)আমিনুর রহমান জানান,কাওরাইদ গ্রামের স্বপন মিয়ার মেয়ে স্বপ্না আক্তার(১৪)এর সঙ্গে একই গ্রামের সফিকুল ইসলামের ছেলে হাফিজুল ইসলামের(১৮)বিয়ের দিন ধার্য ছিল আজ। বিয়ের কনে স্বপ্না আক্তার কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। খবর পেয়ে স্থানীয় ৫ সাংবাদিক বাল্য বিবাহের সংবাদ সংগ্রহ করতে গেলে গোল বাধে। বিয়েল ঘটকসহ একদল যুবক দুই সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেয়। এসময় অপর ৩ সাংবাদিকের উপর হামলা চালিয়ে লাঞ্চিত করে তারা। সংবাদ পেয়ে পুলিশ গিয়ে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেয়ে এবং ঘটক খোকন মিয়া(৩৮)কে আটক করে থানায় নিয়ে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান সংবাদটি নিশ্চিত করে বলেন, একটি বা্ল্য বিবাহ বন্ধ করতে পেরে ভালো লাগছে । আটক ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।