সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল ও আব্দুস সাত্তার ভূঞার মৃত্যুতে লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসন শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম আসন শূন্য ঘোষণার বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনেও (ইসি) পাঠিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ সেপ্টেম্বর সংসদ সদস্যদের মৃত্যু হওয়ায় আসন দুটি শূন্য হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর একটি হাসপাতালে লক্ষ্মীপুর-৩ আসনের এমপি একেএম শাহজাহান কামাল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি আব্দুস সাত্তার ভূঞার মৃত্যু হয়।
মঙ্গলবার (৩ অক্টোবর) শূন্য হওয়া দুটি আসন নিয়ে নির্বাচন কমিশন বৈঠকে বসবে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
তিনি বলেন, ব্রাণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসন দুটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। নির্বাচন উপযোগী এই দুই আসনের বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার দুপুর ১২টায় কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।