নুহাশ পল্লীতে হুমায়ুন আহমদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন

Slider টপ নিউজ

file pc

 

 

 

 

গাজীপুর: নূহাশ পল্লীতে কবির সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।

রোববার(১৯ জুলাই) দুপুরে  হুমায়ুন আহমদের স্ত্রী মেহের আফরোজ শাওন, তার পুত্র নিষাদ, নিনিত ও স্বজনদের নিয়ে হুমায়ুন আহমদের কবর জিয়ারত করেন। এসময় হুমায়ুনের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। এসময় নুহাশ পল্লীর নিয়মিত কর্মী ও হুমায়ুন ভক্তরা দোয়ায় অংশ নেন।

কবর জিয়ারত শেষে হুমায়ুন আহমদের স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন মৃত্যুবাষিকী তাদের একটা পারিবারিক একটা বিষয়।  আজ শুধু কবর জিয়ারত করতে
তিনি এসেছেন, আজ কোন কর্মসুচি বা কোন প্রোগ্রাম নেই।

হুমায়ুন আহমেদের স্মৃতি চারন করতে গিয়ে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন,হুমায়ুন আহমেদ বলেছিলেন ”যারা তোমার মন খারাপ করে দেয়,তারা আসলে
সুস্থ্য প্রকৃতির মানুষ নয়, তারা অসুস্থ্য প্রকৃতির মানুষ।যারা তোমাকে তোমার কাজকে সন্মান করে প্রসংশা করে তুমি তাদের কথা স্মরন করে কাজ করে
যাবে।”

এদিকে নুহাশ পল্লীতে রমজানে গত ১৩ জুলাই সন্ধ্যায় হুমায়ুন আহমদ স্মরণে মাদ্রাসার কয়েকশত শিক্ষার্থীকে নিয়ে মিলাদ মাহফিল, কোরআনখানি ও ইফতার
পার্টির আয়োজন করা হয়।

২০১২ সালের ১৯ জুলাই নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ মৃত্যু বরণ করেন। তাকে তার নিজের হাতে তৈরী গাজীপুরের নূহাশ পল্লীর লিচু বাগানে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *