আমার বাবার হত্যাকারীরা আবার জেগে উঠেছে—প্রতিমন্ত্রী রাসেল

Slider ফুলজান বিবির বাংলা

টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং গাজীপুর-২ আসনের সংসদস সদস্য জাহিদ আহসান রাসেল বলেছেন, আমার বাবার হত্যাকারীরা আবার জেগে উঠেছে। কে কি বলল তাতে কিছু যায় আসে না। আমি কারো কাছ থেকে এক টাকাও নেই নাই।

বুধবার(২৭ সেপ্টেম্বর) টঙ্গী সরকারি কলেজ মাঠে গাজীপুর মহানগর আওয়ামীলীগ আয়োজিত শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জাহিদ আহসান রাসেল এসব কথা বলেন।

রাসেল বলেন, আমার বাবাকে যারা হত্যা করেছে, তারা আবার জেগে উঠেছে। আমি এক টাকাও অবৈধভাবে নেই নাই উল্লেখ করে তিনি বলেন, আমি কারো জমি দখল করি নাই। কারো থেকে এক টাকা নেই নাই। তাই কে কি বলল তাকে কিছু যায় আসে না। আমি
ভালো কাজ করেছি। আমি এই বিচারের ভার আপনাদের কাছে দিলাম। তার বাবা শহীদ আহসান উল্লাহ মাস্টারের স্মৃতিচারণ করে রাসেল বলেন, আমার বাবার রক্ত যতদিন থাকবে ততদিন আমি আপনাদের সাথে থাকতে চাই। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী তিন মাস ভালোভাবে কাজ করলে নৌকার বিজয় কেউ ঠোকাতে পারবে না।

সমাবেশে সভাপতিত্বে করেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এডভোকেট আজমত উল্লাহ খান। অনুষ্ঠান উপস্থাপনা করেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: আতাউল্লাহ মন্ডল।

সমাবেশে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, আব্দুর রহমান, সিমিন হোসেন রিমি এমপি গাজীপুর-৪, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল- আলম হানিফ এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও মির্জা আজম এমপি, গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি, গাজীপুর-১, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল এমপি গাজীপুর-২, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি বেগম সামসুন নাহার ভুঁইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *