বগুড়ায় দই বিক্রিতে ওজন কম দেয়ায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহী


মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি ঃদই বিক্রিতে ওজন কম দিয়ে প্রতারণার অভিযোগে বগুড়ায় তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে অভিযানে ওজন কম দেওয়ার অভিযোগ হাতেনাতে প্রমাণিত হয়।

সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, মঙ্গলবার সকালে শহরের সাতমাথায় বিভিন্ন দইঘরে অভিযান চালানো হয়। এই সময় দইয়ের পাতিল ও খুঁটিতে ওজনের মোড়কে ৬৫০ গ্রামের লেভল থাকলেও প্রকৃত ওজন পাওয়া যায় ৫৩০ গ্রাম। এমন প্রতারণা করায় চিনিপাতা দই ঘরকে ৭ হাজার, আলহাজ্ব মহরম আলী দই ঘরকে ৬ হাজার এবং আদি আসল মহরম আলী দই ঘরকে ৫ হাজারসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলারক্ষায় জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *