ঢাকা: একাধিক মামলায় জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের ২৪ ডিসেম্বর দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে রাজধানীর বকশীবাজার থেকে ঢাকা মেডিকেল কলেজ পর্যন্ত এলাকায় বিএনপি কর্মীদের সঙ্গে ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষ ও সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলা এবং রামপুরা থানায় দায়ের করা অপর একটি হত্যা মামলার আসামি হয়ে কারাগারে ছিলেন গয়েশ্বর রায়।
গত ২০ এপ্রিল রামপুরা থানার ওই হত্যা মামলায় আত্মসমর্পণ করলে জামিনের আবেদন নামঞ্জুর করে গয়েশ্বরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। তারপর থেকেই তিনি কারাগারে ছিলেন।
সম্প্রতি দায়েরকৃত মামলাগুলোয় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ায় বৃহস্পতিবার মুক্তি পেলেন বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য।