চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত রাইস কুকার থেকে আবারো পৌনে দুই কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত দল শনিবার গণমাধ্যমকে জানায়, ওমান এয়ারেওয়েজে আসা দু’টি মালিকবিহীন ব্যাগ স্ক্যানিং করে রাইস কুকারে লুকানো তিনটি স্বর্ণের পিণ্ড উদ্ধার করা হয়েছে।
বিমানবন্দর ও কাস্টমস সূত্র জানা যায়, শুক্রবার (২২ সেপ্টেম্বর) ওমান এয়ারের একটি ফ্লাইটে কোনো যাত্রী ব্যাগ দু’টি নিয়ে আসেন। কিন্তু যাত্রীদের লাগেজ যে বেল্টে দেয়া হয়, সেখানে এই ব্যাগ দু’টি দীর্ঘ সময় পড়ে ছিল।
শনিবার বিকেল পর্যন্ত কোনো যাত্রী ব্যাগগুলো নিতে না আসায় সন্দেহ হয়। পরে মালিকবিহীন ব্যাগ দু’টি স্ক্যানিং করে রাইস কুকারে লুকানো তিনটি স্বর্ণের পিণ্ড উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বশীর আহমেদ জানান, পরিত্যক্ত ব্যাগ থেকে তিনটি স্বর্ণপিণ্ড উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ৮৫০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য এক কোটি ৪৮ লাখ ১৮ হাজার ৫০০ টাকা।
স্বর্ণ পিণ্ডগুলো কাস্টম হাউস চট্টগ্রামে জমা দেয়া হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এর আগে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ৭টা ২৪ মিনিটে এয়ার এরাবিয়ার ফ্লাইটে আসা মোহাম্মদ আলী নামের এক যাত্রীর রাইস কুকারে লুকানো এক কেজি সাত শ’ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছিল কাস্টমস।