যুক্তরাষ্ট্র ভিসানীতি আরোপ করে খুব ভালো করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, ‘প্রধান বিরোধী দল (বিএনপি) বলেছে, তারা নির্বাচন হতে দেবে না। যুক্তরাষ্ট্র বলেছে, যারা নির্বাচন বাধাগ্রস্ত করবে, তাদের বিধিনিষেধ দেবে।’
শনিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে তৃতীয় আন্তর্জাতিক নগর ও অঞ্চল–পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধ নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে সালমান এফ রহমান বলেন, ‘যুক্তরাষ্ট্র ভিসা বিধিনিষেধ আরোপ করে খুব ভালো করেছে। তারা বলেছে, কেউ নির্বাচন বাধাগ্রস্ত করলে বিধিনিষেধ দেবে। সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। বাধা দিতে চায় না।’
তিনি আরো বলেন, ‘ভিসা বিধিনিষেধ জারি হয়েছে যারা নির্বাচনে বাধা দেবে তাদের জন্য। বিধিনিষেধের তালিকায় তো বিরোধী দলের নামও আছে।’
ভিসা বিধিনিষেধের কারণে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে সালমান এফ রহমান বলেন, ‘বাণিজ্যের সাথে ভিসা বিধিনিষেধের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ বিশ্বের অনেক দেশের সাথে প্রতিযোগিতা করে যুক্তরাষ্ট্রের বাজার পেয়েছে। তারা বাংলাদেশকে বিশেষ কোনো সুবিধাও দেয়নি। ১৫.৫ শতাংশ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকতে হয়।’