মো: আলী আজগর খান পিরু: গাজীপুরের টঙ্গীতে মৈত্রী শিল্পের নবনির্মিত মূল গেইট সংশপ্তক, নতুন গভীর নলকূপ এবং মৈত্রী চেয়ার ও ঝুড়ি উৎপাদন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২টায় গাজীপুরের টঙ্গীতে শারীরিক সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের ভিতরে এসব উদ্বোধন করা হয়। এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এম,পি। মন্ত্রী বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন গরিব অসহায় মানুষের সেবায় নিজেকে সম্পৃক্ত করো। মানুষের সেবা সৃষ্টির সেবাই স্রষ্টার সন্তুষ্টি। শারীরিক সুরক্ষা ট্রাস্ট, শারীরিক প্রতিবন্ধী মানুষের সেবায় যে কাজ করে যাচ্ছে তাদের এই কর্ম কাজে আমি অত্যন্ত খুশি এবং অভিভূত হয়েছি। আসুন আমরা সবাই মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করি। এদেশের মানুষের সকল উন্নয়ন কাজের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি একের পর এক অসম্ভবকে সম্ভব করে উন্নয়নের মাধ্যমে দেশকে এবং দেশের মানুষকে বিশ্বের কাছে মাথা উঁচু করে দারা করিয়েছেন এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিনরাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহাপরিচালক গ্রেড-১ ড. আবু সালেহ্ মোস্তফা কামাল, সমাজসেবা অধিদপ্তর। গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো, মাহবুব আলম, জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম,
স্বাগত বক্তা:মোঃ সেলিম খান, নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প, সমাজকল্যাণ মন্ত্রণালয়