হয়ে গেল নাটক ‘না মানুষি জমিন’ এর কারিগরী মঞ্চায়ন

সাহিত্য ও সাংস্কৃতি

kjjjjjjjjdddddddddddddddddঢাকা: চলছে শেষ মুহূর্তের মহড়া। মঞ্চে আসছে থিয়েটার আর্ট ইউনিটের নতুন নাটক ‘না মানুষি জমিন’। আগামী ১৫ মে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হতে যাচ্ছে।
আনিসুল হকের জনপ্রিয় উপন্যাস ‘না-মানুষি জমিন’ এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। উদ্বোধনী মঞ্চায়নের আগে ১১ মে রোববার জাতীয় নাট্যশালায় নাটকটির কারিগরী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে। তারও আগে গত ২৭ এপ্রিল নাটকটির প্রথম কারিগরী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন প্রশান্ত হালদার, সুজন রেজাউল, হাসনাত প্রদীপ, রিয়াজ হোসেন/কামাল রায়হান, সৈয়দ অলক, তানিয়া চৌধুরী শিল্পী, শাহনাজ শানু, সুমন মজুমদার, পিয়ার মোহাম্মদ, মোকাদ্দেম মোরশেদ, মাহফুজ সুমন, নূরুজ্জামান বাবু, জায়েদ হোসেন, আকিব বাবু, রুবেল অরভিল, আসিফ মামুর, এস.আর সম্পদ, সজিব আহমেদ, সজল চৌধুরী, প্রপা হালদার ও আদিব মাহ্মুদ।

নাটকটির মঞ্চ পরিকল্পনা এবং পোস্টার ও প্রকাশনা ডিজাইন করছেন শাহীনুর রহমান, আলোক পরিকল্পনা করছেন ঠান্ডু রায়হান, পোশাক পরিকল্পনা করছেন রোকেয়া রফিক বেবী, সঙ্গীত পরিকল্পনা করছেন সেলিম মাহবুব এবং কোরিওগ্রাফি করছেন মোকাম্মেল হোসেন রিপন।

নাটকের গল্পে দেখা যাবে ‘একদল নারী-পুরুষ আর শিশুকে ধরে আনা হয়েছে সীমান্তে, তাদেরকে ঠেলে দেয়া হবে ওই পারে। সুযোগ বুঝে গভীর রাতে সীমান্তের রক্ষীরা তাদের ঠেলে দিল নো-ম্যান’স ল্যান্ড বা না-মানুষি জমিনে। কিন্তু ওপারের সীমান্তরক্ষীরাও প্রস্তুত। কাউকে তারা তাদের পারে ঢুকতে দিলো না, রুখে দাঁড়াল সঙ্গিন উঁচিয়ে।

প্রচণ্ড শীত আর কুয়াশার মধ্যে খোলা আকাশের নিচে আটকা পড়ে রইল ওরা- একদল মানবসন্তান। তাদের মধ্যে একজন নারী গর্ভবতী, কুয়াশার চাদরের নিচে সন্তান প্রসব করে মারা গেল সে। নো-ম্যান’স ল্যান্ডেই পড়ে রইল সেই মানবশিশু। কী তার দেশ? কী তার পরিচয়? এখন কী হবে ওই শিশুটির? এপার ওপার কেউই তার দায়িত্ব নেয় না। মানুষের মানবিকতার ঊর্ধ্বে কি তবে রাষ্ট্র কিংবা রাজনীতি?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *