রাজশাহী সড়ক দুর্ঘটনায় নিহত ৭

Slider জাতীয় রাজশাহী

Rajshahi_01_202229391
রাজশাহীতে একইদিনে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় সাত জন নিহতসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৬টা থেকে সোয়া ১১টার মধ্যে নগরীর মতিহার থানার মোসলেমের মোড়, পুঠিয়া উপজেলার বানেশ্বর ও মোহনপুরের কেশরহাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
সকাল সাড়ে ৬টার দিকে নগরীর মোসলেমের মোড়ে নওদাপাড়াগামী ট্রাক একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে জয়নাল নামে এক ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। এরপর সকাল সাড়ে ৭টায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিহতারা হলেন- নাচোল উপজেলা সদরের হোসেন আলীর ছেলে নাজমুল হক (৪৫) ও নাচোল উপজেলার ইসলামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৪০)।
অপরদিকে বেলা সোয়া ১১টায় মোহনপুরের কেশরহাট এলাকায় ভুটভুটি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি মারা গেছেন বলে নিশ্চিত করেছেন মোহনপুর থানা ওসি আবদুল হালিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *