ডাঃ রায়হান পিএএ’র “বেষ্ট পারফর্মেন্স এওয়ার্ড” লাভ

Slider রাজশাহী

মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি :বগুড়ার জেলার শেরপুর উপজেলায় প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ রায়হান পিএএ রাজশাহী বিভাগে প্রথম স্থান অধিকার করে “বেস্ট পারফর্মেন্স এওয়ার্ড ২০২৩”. লাভ করেছেন।প্রাণি সম্পদ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ে গত ১৭ সেপ্টেম্বর/২৩,রবিবার দিনব্যাপী অনুষ্ঠিতব্য “উন্নয়ন সমৃদ্ধির স্মার্ট লাইভস্টক সেমিনার এবং এপিএ মূল্যায়ন” অনুষ্ঠান অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. মোকছেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সচিব ড. নাহিদ রশীদ। বিশেষ অতিথি ছিলেন প্রানি সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ মোঃ এমদাদুল হক তালুকদার, রাজশাহী বিভাগীয় পরিচালক ড. নজরুল ইসলাম( ঝন্টু)। অনুষ্ঠানে সামগ্ৰিক মূল্যায়নে রাজশাহী বিভাগের ৬৭ উপজেলার মধ্যে ৪২টি সুচকের বিপরীতে শেরপুর উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ রায়হান পিএএ প্রথম স্থান অধিকার করে বেষ্ট পারফর্মেন্স এওয়ার্ড লাভ করেছেন।এওয়ার্ড লাভের পর এই প্রতিনিধির নিকট এক প্রতিক্রিয়ায় ডাঃ রায়হান পিএএ বলেন এই সম্মাননা টুকু ব্যাক্তিগতভাবে আমার নয়! নেপথ্যে থাকা টিম প্রাণিসম্পদ শেরপুর,বগুড়ার নিরলস পরিশ্রমের ফসল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *