ঢাকা: একটি ভারতীয় গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করা দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের ডন অনলাইনের খবরে বলা হয়, সামরিক বাহিনীর কর্মকর্তারা আজাদ কাশ্মীরের ভিমবার শহরে লাইন অব কন্ট্রোলের পাশে গুলি করে ড্রোনটি মাটিতে ফেলে দেন।
পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে এ কথা জানায়।
পাক সামরিক বাহিনী জানায়, ড্রোনটি পাকিস্তানের আকাশসীমা এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করায় ভূপাতিত করা হয়।
এরিয়াল ফটোগ্রাফির জন্য স্পাই ড্রোন ব্যবহার করা হয়।
কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের বিরোধ দীর্ঘদিনের। এ নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধও হয়।