টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি: টঙ্গীতে অবস্থিত হক গ্রুপের প্রতিষ্ঠান হক ইন্ডাস্টিজ থেকে এক হাজার কোটি টাকা লুট ও প্রতিষ্ঠান জবর দখল চেষ্টার অভিযোগ এনে ফেসবুক লাইভে নিজের পাসপোর্ট আগুন দিয়ে পুঁড়িয়ে দেশ ছাড়ার হুমকি দিয়েছেন হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হক।
শনিবার(১৬ সেপ্টেম্বর) দুপুরে আদম তমিজি এই ঘটনা ঘটান।
ফেসবুক লাইভে দেখা যায়, আদম তমিজি হক নিজের পাসপোর্ট আগুন দিয়ে পুঁিড়য়ে দিয়েছেন বলে মুখ দিয়ে বলছেন। তার প্রতিষ্ঠান থেকে এক হাজার কোটি টাকা লুট ও প্রতিষ্ঠান জবরদখলের চেষ্টার অভিযোগ করেন তিনি। একই সাথে আওয়ামীলীগ সরকাকে ভোট না দিতেও আহবান জানান তমিজি হক। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, তার চাচা মতিউর রহমান মতি ও কাউন্সিলর নুরুল হক নুরুর বিরুদ্ধে অভিযোগ এনে তিনি এই ঘটনা ঘটান।
এদিকে অভিযোগ অস্বীকার করে মতিউর রহমান মতি ও কাউন্সিলর নুরুল হক নুরু বলেন, তমিজি হক সাইকো এবং পাগল। দেউলিয়া হওয়ার পথে তার কারখানা থেকে পলায়নের জন্য তিনি এই নাটক করছেন। তাদের অভিযোগ সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তমিজিকে দিয়ে এসব করাচ্ছেন।