খানিকটা স্বস্তি ফিরেছিলো বাংলাদেশ শিবিরে। মধ্যমানের সংগ্রহের দিকে ছুটছিলো দল। অধিনায়কোচিত ইনিংস খেলেই পথ দেখাচ্ছিলেন সাকিব, ফিফটিও তুলে নিয়েছিলেন তিনি। হাঁটছিলেন শতকের দিকে। তবে আরো একবার হতাশ করে ফিরলেন তিনি।
আউট হবার আগে স্বাচ্ছন্দ্যেই খেলছিলেন সাকিব। তাওহীদ হৃদয়কে নিয়ে শুরুর বিপর্যয় কাটিয়ে তোলার চেষ্টা করছিলেন তিনি। ৫৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলটাকে টেনে তুলছেন দুজনে। গড়ে তুলেছিলেন ১১৫ বলে ১০১ রানের জুটি।
তবে জুটি আর বড় হয়নি। রান বাড়াতে গিয়ে সাকিব ফিরেছেন ৩৩.১ ওভারে। আউট হবার আগে খেলেন ৮৫ বলে ৮০ রানের ইনিংস। যেখানে ছয়টি চারের সাথে ছিল তিনটি বিশাল ছক্কার মার। সাকিব আউট হলেও ৬২ বলে ৪০ রানে অপরাজিত হৃদয়।
এই মুহূর্তে বাংলাদেশ দলের সংগ্রহ ৩৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬১ রান।