ঢাকাই সিনেমার পরিচালক সোহানুর রহমান সোহান বুধবার (১৩ সেপ্টেম্বর) মারা গেছেন। এর এক দিন আগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) মৃত্যু হয়েছে তার স্ত্রীর।
বুধবার দুপুরে তিনি ঘুমানোর পর সন্ধ্যা নাগাদ সাড়া মিলছিল না। এরপর পরিবারের সদস্যরা তাকে ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্ট্রোকে মৃত্যুবরণ করেন সোহানুর রহমান সোহানের স্ত্রী।
বহু সফল চলচ্চিত্রের নির্মাতা সোহানুর রহমান সোহান। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’। এছাড়াও রয়েছে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘স্বজন’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালবাসা’। তার নির্মিত সিনেমার সংখ্যা ২৫টি।
এ নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম সিনেমার পরিচালকও ছিলেন তিনি।