রমজান আলী রুবেল, শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ৮০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকলাই বারি ৩ বীজ, আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলা কৃষি প্রশিক্ষণ চত্বর থেকে এসব সার বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেমারম্যান মোঃ সামসুল আলম প্রধান উপস্থিত হয়ে স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কৃষি অন্যতম ভূমিকা পালন করবে। তিনি ১৯৭১ সালের পরেই কৃষকদের কথা চিন্তা করেছেন। সেই সুবাদে যার যতটুকু পতিত জায়গা রয়েছে তা কৃষির আয়ত্বে আনতে হবে। কৃষি কাজে সাধারণ মানুষকে আরো আগ্রহী করে তুলতে হবে।কৃষি ও কৃষকের উন্নয়নে তিনি কাজ করে গেছেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজও কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে, তখনই দেশের কৃষক ও গণমানুষের কথা চিন্তা করে বিনা মূল্যে সার-বীজ বিতরণ করেন। শুধু তাই নয় তিনি ভর্তুকির মাধ্যমে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করে যাচ্ছেন। এময় ৮ ইউনিয়নের ৮০ জন কৃষক প্রত্যেক জনের মাঝে ৫ কেজি বারি ৩ মাসকলাইয়ের বীজ, ডিএপি ১০ কেজি সার ও এমওপি ৫ কেজি করে সার বিতরণ করেন। এসময় সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সুমাইয়া আকতার বন্যা, ৫নং কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ আজিজুল হক, বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল হক মাদবর, রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ হাসিনা মমতাজ-সহ প্রমুখ।