আইনজীবীদের পদযাত্রায় পুলিশের লাঠিচার্জ, আহত ৫০

Slider ফুলজান বিবির বাংলা


প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবিতে বিএনপিসহ সরকার বিরোধী পদযাত্রায় পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ৫০ জন আইনজীবী আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত কমপক্ষে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঢাকা আইনজীবী সমিতির সামনের সড়কে এ ঘটনা ঘটে।

আইনজীবীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগ, স্বঘোষিত `শপথবদ্ধ রাজনীতিবিদ’ বিচারপতিদের পদত্যাগ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা আইনজীবী সমিতির সামনে জড়ো হন আইনজীবীরা। এরপর সরকার বিরোধী আইনজীবীদের মোর্চা ইউনাইটেড ল’ইয়ার্স ফোরামের (ইউএলএফ) উদ্যোগে পদযাত্রা শুরু হয়। ঢাকা বার ভবন থেকে আইনজীবীদের পদযাত্রা প্রধান সড়কে প্রবেশ কলে পুলিশ সদস্যরা আইনজীবীদের ওপর অতর্কিত লাঠিপেটা শুরু করে। এতে আইনজীবীদের পদযাত্র ছত্রভঙ্গ হয়ে যায়। লাঠিচার্জে কমপক্ষে ৫০ জন আইনজীবী আহত হয়েছেন বলে ইউনাইটেড ল-ইয়ার্স ফ্রন্টের পক্ষ থেকে অভিযোগ করা হয।

ইউএলএফের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের লাঠিচার্জে সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক মাহবুবুর রহমান খান, আইনজীবী দেওয়ান রিপন, মোজাহিদুল ইসলাম সায়েম, কে এম মিরাজ হোসেন, সাইদুর রহমান সোহাগ, কে এম বরকত সবুজ, মাহবুব আলম আক্তার, শফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, হাজী মোঃ মহসীন, কাজী পনির, মু. কাইয়ুম, এস এম হুমায়ূন কবিরসহ কমপক্ষে ৫০ জন আইনজীবী আহত হয়েছেন। আইনজীবী পুলিশের লাঠিচার্জে মাহবুবুর রহমান খানের পায়ের হাটুতে আঘাতের কারণে রক্ত বের হতে দেখা গেছে। এছাড়া আইনজীবী মু. কাইয়ুমের ডান হাত ভেঙে গেছে বলে তিনি জানিয়েছেন। এছাড়া আহত আইনজীবীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

এ সময় মহিলা আইনজীবীরাও পুলিশের লাঠিপেটার শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী শাহীন সুলতানা খুকী, হাশেমী, লাকী, শাহূন খোকী, মার্জিয়া হীরাসহ প্রায় ২৫ জন নারী আইনজীবী লাঠিপেটার শিকার হন বলে আইনজীবীরা অভিযোগ করেন। তারা ঢাকা বারের ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট এর কেন্দ্রীয় কমিটির কনভেনার সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, কো-কনভেনার সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, ইউএলএফের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার কায়সার কামাল, আইনজীবী মহসিন মিয়া, খেরশেদ মিয়া আলম, ইকবাল হোসেন, ওমর ফারুকি ফারুকীর নেতৃত্বে আইনজীবীদের পদযাত্রা শুরু হয়।

এ বিষয়ে বিএনপির আইন সম্পাদক ও ইউএলএফের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গণতন্ত্রকামী আইনজীবীদের ওপর এ হামলা আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকারের ওপর হামলা। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির নির্দেশে আইনজীবীদের ওপর এ হামলা করা হয়েছে।

তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আইনজীবীরা আন্দোলন চালিয়ে যাবে।

এ বিষয়ে ইউএলএফের সমন্বয়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট বার ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেন, সাদা পোশাক পরা পুলিশ অতর্কিতভাবে হামলা করে। এ সময় আমাদের ২০ থেকে ২৫ জন নারী আইনজীবীকে বেধরক পিটিয়ে আহত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *