ভারতের রাজধানী দিল্লিতে আজ শনিবার বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জোট জি-২০-এর শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি-২০ সম্মেলনের উদ্বোধন করেছেন। খবর এনডিটিভির।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত মণ্ডপমে বিশ্ব নেতাদের স্বাগত জানিয়েছেন। এসব নেতাদের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
ভারতের প্রধানমন্ত্রী মোদি
এই সম্মেলন উদ্বোধনের সময় মোদি বলেছেন, আসুন বিশ্বব্যাপী আস্থার ঘাটতি দূর করতে একসঙ্গে কাজ করি। জি-২০ সম্মেলনকে ঘিরে ভারত মণ্ডপম, প্রগতি ময়দান থেকে সমগ্র রাজধানী নতুন সাজে সেজেছে। নিরাপত্তার কোনো কমতিও রাখা হয়নি।
জাস্টিন ট্রূডোকে স্বাগত জানাচ্ছেন মোদি
ভারতের সভাপতিত্বে আয়োজিত এবারের জি-২০-এর থিম হলো—‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ।’