পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার

Slider খেলা


কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা হলেন নেইমার। বিশ্বকাপ বাছাইপর্বের লাতিন অঞ্চলের ম্যাচে বলিভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে জোড়া গোল করেন নেইমার। যেখানে প্রথম গোলটি করেই সর্বোচ্চ শিখরে উঠে যান এই তারকা।

এতদিন পেলের সঙ্গে যৌথভাবে ৭৭ গোল নিয়ে শীর্ষে ছিলেন নেইমার। পেলে ১৯৫৭ থেকে ১৯৭১ সালে পর্যন্ত ৭৭টি গোল দিয়েছিলেন। আর নেইমার ১২৪ ম্যাচে এখন ৭৯টি গোল করলেন।

যদিও ব্রাজিলের নারী-পুরুষ মিলিয়ে রেকর্ডটি দেশটির নারী ফুটবলার মার্তার। এই তারকা ফরোয়ার্ড ১৭১ ম্যাচে ১১৫টি গোল করেছেন।

সান্তোন, বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেইয়ের সাবেক তারকা নেইমার ব্রাজিলের হয়ে অভিষেক ম্যাচেই গোল করেছিলেন ২০১০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

নেইমার ২০১৩ সালে ব্রাজিলকে কনফেডারেশন কাপ জিতিয়েছিলেন। তবে এখনও বিশ্বকাপ জেতাতে পারেননি। তার সময়ে সেলেকাওরা ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল এবং ২০১৪ বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল। তবে ঘরের মাঠে ২০১৪ আসরে শেষ চারে জার্মানির কাছে ৭-১ গোলে উড়ে যায় তারা।

তারকা এ খেলোয়াড় ইনজুরির কারণে ব্রাজিলের ২০১৯ কোপা আমেরিকা জয়ী দলের সদস্য হতে পারেননি। আর ২০২১ সালে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে হেরে যান। কিন্তু ২০১৬ অলিম্পিক ফুটবল শিরোপা জেতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *