মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি :বগুড়া বিসিক শিল্পনগরীতে সড়ক মেরামতের কাজে নিয়ে আসা বালুবাহী ট্রাকের চাপাতেই মৃত্যু হয়েছিল নৈশপ্রহরী আব্দুল বাছেদের। এ ঘটনায় ট্রাকচালক ইজাজুল ইসলাম আপেল কে গ্রেপ্তার করেছে পুলিশ।গত বুধবার,৬সেপ্টেম্বর/২৩ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে বগুড়ার সারিয়াকান্দি ফেরিঘাট থেকে আপেলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ট্রাকটিও জব্দ করা হয়। আপেল বগুড়ার সোনাতলা উপজেলার কোড়াডাঙ্গা গ্রামের বেলাল মন্ডলের ছেলে।বিষয়গুলো নিশ্চিত করেছেন বগুড়া ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) শফিকুল ইসলাম। তিনি বলেন, গত সোমবার রাতে বিসিকের একটি প্রতিষ্ঠানে বাছেদ নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন। একসময় তিনি সড়কের পাশেই বিছানা পেতে ঘুমিয়ে পরেন।গত মঙ্গলবার ভোরে আপেল সেখানে সড়ক মেরামতের কাজে বালু ফেলতে যান। কাজ শেষে ট্রাক ঘুরিয়ে নেওয়া সময় নৈশপ্রহরীর বাছেদের মুখের ওপর চাকা উঠে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে চালক আপেল ঘটনা ধাপাচাপা দিতে বাছেদের মরদেহ পাশের একটি জঙ্গলে ফেলে দেন। পরে বেলা বাড়লে স্থানীয় শ্রমিকরা বাছেদের মুখ থেঁতলানো মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।পরিদর্শক শফিকুল ইসলাম আরও বলেন, গ্রেপ্তারের পর ট্রাকচালক আপেল ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বাছেদকে না দেখেই ট্রাকচাপা দেন আপেল। এই ঘটনায় সড়ক পরিবহন আইনে সদর থানায় একটি মামলা হয়েছে।