আমরা নাকি গৃহপালিত: জাপা মহাসচিব

Slider রাজনীতি


আওয়ামী লীগের সঙ্গে জোট করায় জাতীয় পার্টিকে (জাপা) গৃহপালিত হিসেবে অভিহিত করা হয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। আজ মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল পৌনে ৫টায় অধিবেশন শুরু হয়।

মুজিবুল হক চুন্নু বলেন, ‘বাংলাদেশের অবস্থাটা কী হয়েছে। ৫০ কেজি স্বর্ণ সরকারের অধীনে থাকে এয়ারপোর্টে। সেই স্বর্ণ নিয়ে যায়, কোনো খবর নেই। প্রধানমন্ত্রী, আপনি একা কী করবেন?’

তিনি বলেন, ‘এই সংসদের প্রথম অধিবেশন যখন শুরু হয় তখন আপনি (স্পিকার) একাত্তর বিধিতে আলোচনার সুযোগ দিয়েছিলেন। একটা রাস্তা বানাতে সাত-আট কোটি টাকা লাগে। পাঁচটা বছর আপনি (স্থানীয় সরকার মন্ত্রী) আশ্বাস দিলেন, আমিও চাইলাম, কিন্তু হইলো না।’

জাপা মহাসচিব বলেন, ‘আরেকবার এমপি হই কি না জানি না। কারণ আওয়ামী লীগের সঙ্গে জোট করে আমাদের বলে আমরা নাকি গৃহপালিত। এখন আওয়ামী লীগের লোকও পছন্দ করে না, বিএনপিও পছন্দ করে না। একূল-ওকূল দুকূলই হারাইছি। কাজগুলো যদি না করে দেন, তাহলে যাব কোথায়?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *