নাটোরের লালপুরে ওসমান গনি নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সকালে উপজেলার কদিমচিলান ডাংগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওসমান গনি ডাঙ্গাপাড়া এলাকার আখের আলীর ছেলে ও ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন। এছাড়া কদিমচিলান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যা মামলার দ্বিতীয় আসামি ছিলেন ওসমান গনি।
নিহত ওসমান গনির বড় ভাই আফসার আলী বলেন, ‘সকালে বাড়ি থেকে গ্রামের দোকানে চা খেতে বের হন ওসমান। এসময় বাড়ির অদূরে কয়েকজন দুর্বৃত্ত এসে ওসমানকে এলোপাতাড়ি কুপিয়ে পায়ের ও হাতের রগ কেটে মাটিতে ফেলে রেখে যান। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান ওসমান।’
নাটোর লালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব বলেন, ‘সকালে উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় ওসমান গনি নামে একজনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো কেউ অভিযোগ করেনি। তবে ঘটনা তদন্তে পুলিশ কাজ শুরু করেছে। পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।’