এশিয়া কাপে আজ শনিবার হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। শ্রীলংকার পাল্লেকেলেতে এ ম্যাচের জন্য ইতোমধ্যে একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। বাবর আজমরা অবশ্য আগের ম্যাচের একাদশই অপরিবর্তীত রেখেছেন। নেপালের বিপক্ষে আসরের শুরুর ম্যাচে এই দল নিয়েই বড় জয় পেয়েছিল পাকিস্তান।
এশিয়া কাপের গ্রুপ ‘এ’র ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। প্রথমবারের মতো শ্রীলংকার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে লড়বে এই দুই দল। এরই মধ্যে বিক্রি হয়ে গেছে ম্যাচের সমস্ত টিকিট। খালি নেই ক্যান্ডি শহরের কোনো হোটেল রুম। আজ বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।
ভারত-পাকিস্তানের এই লড়াই ভক্তদের মনে উত্তেজনার পারদ চরমে পৌঁছে দেয়। কিন্তু টুর্নামেন্ট শুরুর পর থেকে ভারতের সঙ্গে টক্কর দিয়ে চলতে পারেনি পাকিস্তান। ভারত যেখানে ৭টি ট্রফি নিয়ে সবার ওপরে সেখানে পাকিস্তানের ট্রফি সংখ্যা মাত্র ২টি। মুখোমুখি লড়াইয়েও বেশ পিছিয়ে পাকিস্তান।
পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।