ভারতে আসন্ন জি২০ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তিনি থাকছেন না। এবার যেন সেই পথেই হাঁটছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও। এমনই সম্ভাবনার খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নাম প্রকাশে অনিচ্ছুক ভারত ও চীনের কর্মকর্তারা রয়টার্সকে আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, শির পরিবর্তে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং নিউ দিল্লিতে আসবেন। আগামী ৯-১০ সেপ্টেম্বর দিল্লিতে জি২০ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তবে ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্ররা এ নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি। এর আগে প্রতিবেদনে বলা হয়েছে, জি২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও শি সাক্ষাৎ করবেন এবং বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক ঠিক করতে কথা বলবেন।
আরও পড়ুন: ভারতে সম্মেলনে যাচ্ছেন না, মোদিকে জানিয়ে দিলেন পুতিন
এর আগে গত বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি২০ সম্মেলনের ফাঁকে বাইডেন ও শির কথা হয়েছিল। ভারতের সিনিয়র এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, আমরা অবগত আছি শির পরিবর্তে চীনের প্রধানমন্ত্রী আসবেন।