বাংলাদেশের নির্বাচন নিয়ে আবারও বার্তা দিলেন পিটার হাস

Slider বাংলার মুখোমুখি


বাংলাদেশের নির্বাচন নিয়ে আবারও বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। গতকাল বুধবার রাতে ঢাকার মার্কিন দূতাবাস নিজেদের ফেরিভাইড ফেসবুকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে পিটার হাসের একটি বার্তা সম্বলিত ভিডিও প্রকাশ করে।

ভিডিওতে পিটার হাসের স্থির ছবি সংযুক্ত করে পাঁচ সেকেন্ডের একটি বার্তা দেওয়া হয়। এতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে নয়। আমরা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি।’
এর আগে মঙ্গলবার বিকেলে ঢাকা মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে নির্বাচন নিয়ে বার্তা দেওয়া হয়। সেই বার্তায় যুক্তরাষ্ট্র একটি ভিডিও শেয়ার করে বলে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য অর্জনে বাংলাদেশকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ!

এর আগে গত ৩ আগস্ট বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করে পিটার হাস বলেন, ‘যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না। আমাদের আগ্রহ শুধু সহিংসতামুক্ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন।’

মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সমর্থন করি। কারও দ্বারা কোনো সহিংসতা চাই না। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সরকারের পাশাপাশি গণমাধ্যম, বিচার বিভাগ, রাজনৈতিক দল, সুশীল সমাজ, নিরাপত্তা বাহিনীসহ প্রত্যেকেরই ভূমিকা আছে। আমরা কোনো দল নয়, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করি, যে পদ্ধতিতে বাংলাদেশের জনগণ তাদের পরবর্তী সরকার বেছে নেবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *