ঢাকা: ১২টি উপজেলা পরিষদের সংরক্ষিত ১৮টি মহিলা আসনে আগামী ২৫ আগস্ট ভোট অনুষ্ঠিত হবে।
রোববার (জুলাই) এ নির্বাচনের পুনঃতফসিল দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এর আগে, অনুষ্ঠিত নির্বাচনে এসব আসনে কোনো প্রার্থী না থাকায় পুনরায় তফসিল দিতে হলো ইসিকে।
নতুন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ জুলাই, বাছাই ০১ আগস্ট, প্রার্থীতা প্রত্যাহার ০৮ আগস্ট ও প্রতীক বরাদ্দ হবে ০৯ আগষ্ট।
যেসব আসনে ভোটের জন্য পুনঃতফসিল দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে- গোপালগঞ্জ সদরের ৩ নম্বর আসন, কাশিয়ানীর ৫ নম্বর, মতলব উত্তরের ১, ৩ ও ৪ নম্বর আসন, চাঁদপুর সদরের ৪ নম্বর আসন, বাগেরহাট সদরের ২ ও ৪ নম্বর আসন, মোড়েলগঞ্জের ৪ নম্বর আসন, হাটহাজারীর ৫ নম্বর আসন, পটিয়ার ৩ নম্বর আসন, ফটিকছড়ির ১ ও ৫ নম্বর আসন, বেগমগঞ্জের ৪ ও ৫ নম্বর আসন, কসবার ৩ নম্বর আসন এবং মধুখালীর ১ নম্বর আসন।
১৫ জুন সারাদেশে ৩শ’ ৭৭টি উপজেলায় মোট এক হাজার ২শ’ ৪৫টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সেসময় ৯৬টি উপজেলায় ৩০১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়েছেন।
উপজেলা পরিষদ আইন অনুযায়ী, কোনো উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসন সংখ্যা, সেই উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মোট নারী সদস্য সংখ্যার এক-তৃতীয়াংশের সমান। সেসব নারী সদস্যদের মধ্য থেকে তারাই প্রত্যক্ষ ভোটে উপজেলার সংরক্ষিত নারী আসনে প্রতিনিধি নির্বাচিত করেন।