চুমু-বিতর্কে স্পেন ফুটবলের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেসকে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে তিন মাসের নিষিদ্ধ করা হয়েছে তাকে। এই সময়ে ঘরোয়া বা আন্তর্জাতিক কিংবা বয়সভিত্তিক কোনো পর্যায়ে ফুটবলে অংশ নিতে পারবেন না রুবিয়ালেস।
শনিবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান জর্জ ইভান প্যালাসিওর স্বাক্ষরিত বিবৃতিতে এই শাস্তির কথা জানানো হয়। ফিফা জানিয়েছে, সাময়িক নিষেধাজ্ঞার বিষয়টি রুবিয়ালেস, আরএফইএফ ও ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকেও (উয়েফা) জানানো হয়েছে।
ঘটনার সূত্রপাত, নারী বিশ্বকাপের ফাইনালে, গত রোববারে। যেখানে শিরোপাজয়ী স্পেন নারী দলের ফুটবলারদের পদক পরিয়ে দিচ্ছিলেন রুবিয়ালেস। এই সময় ফুটবলারদ্র আলিঙ্গন করে গালে ও কপালে চুমুও এঁকে দেন তিনি। তবে মাত্রা ছাড়িয়ে যান এরমোসোর ক্ষেত্রে। খানিক সময় আলিঙ্গনে জড়িয়ে রেখে দুহাত দিয়ে মাথায় ধরে আচমকা তার ঠোঁটে চুমু দেন তিনি।
স্পেন ফুটবল প্রধান রুবিয়ালেসের সেই এক চুমু যেন গোটা ফুটবল বিশ্বই কাঁপিয়ে দিয়েছে। স্পেন সরকার থেকে ফিফা, সবাই নিয়মবহির্ভূত এই বিষয়টা বেশ গুরুত্বের সাথেই নিয়েছে। সাধারণ সমর্থকেরাও হয়ে উঠেছে ক্ষুব্ধ। বিষয়টা আরো ঘোলাটে হয়ে উঠে, যখন রুবিয়ালেস দাবি করেন, জেনিফার এরমোসোর সম্মতিতেই চুমু দিয়েছেন তিনি।
তবে জেনিফার বিষয়টি অস্বীকার করেন। বলেন, ‘আমি পরিষ্কার করতে চাই যে, ওই চুমুতে আমার সম্মতি ছিল না। আমি যা বলিনি, তেমন কিছু ছড়ানো হলে সহ্য করব না।’ জেনিফারের এমন বিবৃতির পর স্পেনের ৮১ জন নারী ফুটবলার ধর্মঘট ডেকে বসেন। রুবিয়ালেস পদত্যাগ না করলে আর ফুটবল খেলবেন না বলে তারা হুঁশিয়ারি দেন।